অপরাজিতা একজন অপ্রতিরোধ্য নারীর প্রতিনিধিত্ব করে৷ অপরাজিতার কাছে অসাধ্য বলে কিছু নেই৷ সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে দুর্বার ছুটে চলা এক স্বাধীন নারীর অকুতোভয় প্রতিচ্ছবি অপরাজিতা৷
পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর নারী সদস্যদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র শাখা “অপরাজিতা”৷ নারীর স্বাস্থ্য নিয়ে অবহেলা আমাদের কাছে বরাবরই চিন্তার৷ বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন কুসংস্কার এবং অঞ্চলভেদে মাসিক ও নারী স্বাস্থ্যের প্রতি নানাবিধ অবহেলা দৃশ্যমান৷ এই অবহেলা থেকে পরিত্রাণ পেতে কিভাবে অবদান রাখতে পারে Jibon“জীবন” সেই ভাবনা থেকেই সৃষ্টি অপরাজিতার৷ মাসিকের মত গুরুত্বপূর্ণ বিষয়টি যা নারীর গর্ব সেই বিষয়টিকে উপহাস করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে সমাজে এটিকে নিষিদ্ধ অপকর্মের কাতারে নামিয়ে আনা হয়েছে৷ অপরাজিতা নারীদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখছে৷ নারীদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল করে তুলতে সংগঠনটি মাসিক সম্পর্কে সচেতনতা, মাসিক নিয়ে কুসংস্কার প্রতিরোধ, মাসিককালীন স্বাস্থ্যের যত্ন, স্যানিটারী প্যাড ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ভিন্নধর্মী কর্মসূচী হাতে নিয়েছে৷ প্রতিটি কর্মসূচী অত্যন্ত যুগোপযোগী করে সাজানো হয় যাতে সেটা নারীদের সমসাময়িক অবস্থানের সাথে মানিয়ে চলতে সাহায্য করে৷ মাসিকের জন্য আর কোন শিক্ষার্থীকে যেন স্কুল বন্ধ না করতে হয় সেজন্যই স্কুলে উপহার হিসেবে দেয়া হয় “ডিগনিটি বক্স”৷ অপরাজিতা ভবিষ্যতে নারী বান্ধব গণপরিবহন ও কর্মস্থল বাস্তবায়নে কাজ করবে৷প্রতিটি হাসপাতাল ও কর্মস্থলে নিরাপদ ব্রেস্ট ফিডিং সেন্টার বাস্তবায়নে ভূমিকা রাখবে অপরাজিতা৷
”একজন সহপাঠীর সাথে আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলতেও লজ্জাবোধ করতাম আজ অপরাজিতা আমাদের সেই ভুল ধারণাগুলো থেকে পরিত্রানের পথ দেখিয়েছে৷ আমরা এখন থেকে সচেতন থাকবো৷ — শতাব্দী চাকমা