আজ ১লা অক্টবর ছুমাইতা তাসনূর (আলভী)’র শুভ জন্মদিন।
ছুমাইতা তাসনূর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বিষয়ে অধ্যয়নরত। সবসময় নিজের শতভাগ মেধা ও নিঃস্বার্থ নিবেদন দিয়েই অর্পিত দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করে সে।। আত্মবিশ্বাসী ,কর্মঠ ও সবচেয়ে সহজ-সরল মেয়েটির আজ জন্মদিন।
হাসিমুখে সবসময় দায়িত্ব কাঁধে তুলে নেয়া আলভী আমাদের সকলের অনুপ্রেরণা। নিজের লেখাপড়ার পাশাপাশি সামাজিক কাজে তাঁর ঝোঁক। আমরা তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।