International Women's Day 2023

আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবারই আমরা একটি অঙ্গিকার করি যা নারীর অধিকার প্রতিষ্ঠা করার পাশাপাশি সমতা বিধানে সহায়ক হয়। তবে যে পরিবর্তন আমরা চাই তা কি শুধুই বাহ্যিক!পরিবর্তন …

পরিবর্তন খুবই টেকসই ও ধারাবাহিক প্রক্রিয়া। যে পরিবর্তন আমাদের সমাজ বদলে দিতে পারে তা কোনদিন কিছু আনুষ্ঠানিকতার মোড়কে আবদ্ধ হয়ে থাকতে পারে না। একটি বীজ থেকে যে ধাপে ধাপে বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ঠিক সেই পরিকল্পনা মাফিক চিন্তাধারায় বিকাশ ও সমাজে সমতা আনতে পারলেই মননে পরিবর্তন আনা সম্ভব।

সমতা যে সুন্দর তা নয়, এটি অপরিহার্য। সমাজের রন্দ্রে রন্দ্রে যত বৈষম্য , যত ভেদাভেদ,যত অন্যায় সবকিছুকে পরিবর্তনের ছোঁয়ায় নারীবান্ধব করতে হবে। অংশীদারিত্ব ও সমতা একে অপরের পরিপূরক। একটি ভিন্ন অন্যটি চিন্তা করাই ভুল। এখন নারীদের আর সমাধিকার দিয়ে এগিয়ে নেবার বুলি না আওরিয়ে, কার্যত তাঁদের অধিকার প্রতিষ্ঠা করে ক্ষান্ত হতে হবে।

For International Women’s Day and beyond, let’s all fully #EmbraceEquity.

The aim of the IWD 2023 #EmbraceEquity campaign theme is to get the world talking about Why equal opportunities aren’t enough. People start from different places, so true inclusion and belonging require equitable action.