একজন স্বপ্নদ্রষ্টা, যার দক্ষ নেতৃত্ব ও কর্মপরিকল্পনায় বিগত দুই বছর সফলতার সাথে কাজ করে পাহাড়ের মানুষের মনে জায়গা করে নিয়েছে  “অপরাজিতা”।

সাইদা জান্নাত, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি সবসময় ভেবেছেন পাহাড়ের দুর্গম অঞ্চলে সুবিধাবঞ্চিত হাজারো মা-বোনদের কথা। সাইদা তাঁর দীর্ঘ স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এই জনপদের নারীদের জীবনযাত্রা। তাই তাঁর সমমনা সহকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়ে তুলেছেন অপরাজিতা নামের নারীবান্ধব সংগঠন।

আজকে তাঁর জন্মদিনে তাঁকে অপরাজিতা পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।