মেয়েদের চেপে রাখা কষ্ট: এন্ডোমেট্রিওসিস (Endometriosis)

এন্ডোমেট্রিওসিস: মেয়েদের চেপে রাখা কষ্ট!

মাসিকের সময় অনেক নারী তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন। যেকোনো বয়সের নারীরাই এই সমস্যায় ভুগতে পারেন। তবে, অনেকেই কারণ জানেন না। মাসের পর মাস নীরবে সহ্য করেন এই ব্যথা। সামাজিক ভয়, অজ্ঞতা, সচেতনতার অভাব, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ব্যথার উৎস শনাক্তে বিলম্ব হয়। তত দিনে সমস্যাটি সিস্ট ও বন্ধ্যত্বের মতো জটিলতা তৈরি করে। এন্ডোমেট্রিওসিসের কারণে মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে। বিশ্বের প্রায় ১৯ কোটি নারী এ সমস্যায় ভুগছেন। তাই মাসিকের সময় তলপেটে ব্যথা হলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

View More