১২ জুন – বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস (World Day Against Child Labour)। দিবসটির মূল উদ্দেশ্যই হচ্ছে সমগ্র বিশ্বে শিশুশ্রম বিষয়ক সচেতনতা গড়ে তোলা, শিশুদের অধিকার সুরক্ষা এবং শিশুশ্রম প্রতিরোধে সম্ভাব্য করণীয় নির্ধারণ করা।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রতি বছর দিবসটি পালন করে আসছে। ২০২১ সালে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “Act now: end child labour!
২০২১ সালকে শিশুশ্রম নিরসনের আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি প্রণয়ন করা হয় ২০১০ সালে। এ নীতি বাস্তবায়ন ও বিশ্বব্যাপী শিশুশ্রম নিরসনে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সরকার।
আইএলও-এর তথ্য অনুসারে, বিশ্বব্যাপী শিশুশ্রমের মধ্যে রয়েছে ৫ থেকে ১৭ বছর বয়সী ১৫২ মিলিয়ন শিশু। তাদের প্রায় অর্ধেক (৭২.৫ মিলিয়ন) ঝুঁকিপূর্ণ কাজ করে। অর্থাৎ সারা বিশ্বে প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জন শিশুশ্রমের সাথে যুক্ত এবং প্রতি ২০ জন শিশুর মধ্যে ১ জন ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। ঝুঁকিপূর্ণ কাজগুলো শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা ও নৈতিক বিকাশে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই শিশুশ্রম নিরসনে অগ্রগতি তরান্বিত করতে দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে  ILO